১৬ দলীয় লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট

বলাকা সংঘের আয়োজনে শালিখা উপজেলার সর্ববৃহৎ ১৬ দলীয় লং পিচ ক্রিকেটের জমকালো আসরের উদ্ভদনি ম্যাচ শুরু হয় ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখ রোজ শুক্রবার।

খেলার স্থান : গড়েরহাট কাজী আয়েশা খাতুন দাখিল মাদ্রাসা, শালিখা, মাগুরা।

এন্ট্রি ফি : ১,০০০ (এক হাজার টাকা মাত্র)

 

প্রাইজবন্ড সমুহ

  1. একটি LED টিভি
  2. একটি LED টিভি
  3. প্রতি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার
  4. টুর্নামেন্ট সেরা বলার পুরস্কার
  5. টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান পুরষ্কার

 

যোগাযোগ

 

বিষেশ আকর্ষণ

ইম্প্যাক্ট সাবস্টিটিউট — IMPACT SUB

 

টুর্নামেন্টের নিয়মাবলী

  1. আয়োজক কমিটির কোন টিম থাকবে না।
  2. ১৫ ওভারে এবং নক-আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।
  3. আয়োজক কমিটি থেকে শুধুমাত্র বল এবং স্ট্যাম্প সরবরাহ করা হবে।
  4. আম্পায়ারের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।
  5. মাঠে অথবা মাঠের বাইরে বিশৃঙ্খলা ঘটালে ঐ দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে।
  6. লন টেপ-টেনিস দারা খেলাটি পরিচালিত হবে এবং ফাইবার ব্যাটের ব্যাবহার নিসিদ্ধ।
  7. নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে উপস্থিত হয়ে প্লেয়ার লিস্ট জমা দিতে হবে।
  8. ফাইনাল ম্যাচ ব্যাতিত এক টিমের প্লেয়ার অন্য টিমে খেলতে পারবে না।
  9. আবহাওয়া ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিবেচনা করে কমিটি খেলার সময়, ওভার কর্তন ও অন্যান্য বেপারে সিদ্ধান্ত পরিবর্তন বা পরিমার্জন করতে পারবে।

 

সার্বিক তত্ত্বাবধানে বলাকা সংঘ, রামানন্দকাটি, শালিখা, মাগুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *