বলাকা সংঘের আয়োজনে শালিখা উপজেলার সর্ববৃহৎ ১৬ দলীয় লং পিচ ক্রিকেটের জমকালো আসরের উদ্ভদনি ম্যাচ শুরু হয় ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখ রোজ শুক্রবার।
খেলার স্থান : গড়েরহাট কাজী আয়েশা খাতুন দাখিল মাদ্রাসা, শালিখা, মাগুরা।
এন্ট্রি ফি : ১,০০০ (এক হাজার টাকা মাত্র)
প্রাইজবন্ড সমুহ
- একটি LED টিভি
- একটি LED টিভি
- প্রতি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার
- টুর্নামেন্ট সেরা বলার পুরস্কার
- টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান পুরষ্কার
যোগাযোগ
- বলাকা সংঘ : 01804-544222
- আকিব হাসান : 01817-133569
- হুসাইন : 01736-360089
বিষেশ আকর্ষণ
ইম্প্যাক্ট সাবস্টিটিউট — IMPACT SUB
টুর্নামেন্টের নিয়মাবলী
- আয়োজক কমিটির কোন টিম থাকবে না।
- ১৫ ওভারে এবং নক-আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।
- আয়োজক কমিটি থেকে শুধুমাত্র বল এবং স্ট্যাম্প সরবরাহ করা হবে।
- আম্পায়ারের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।
- মাঠে অথবা মাঠের বাইরে বিশৃঙ্খলা ঘটালে ঐ দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে।
- লন টেপ-টেনিস দারা খেলাটি পরিচালিত হবে এবং ফাইবার ব্যাটের ব্যাবহার নিসিদ্ধ।
- নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে উপস্থিত হয়ে প্লেয়ার লিস্ট জমা দিতে হবে।
- ফাইনাল ম্যাচ ব্যাতিত এক টিমের প্লেয়ার অন্য টিমে খেলতে পারবে না।
- আবহাওয়া ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিবেচনা করে কমিটি খেলার সময়, ওভার কর্তন ও অন্যান্য বেপারে সিদ্ধান্ত পরিবর্তন বা পরিমার্জন করতে পারবে।